Posts

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

Image
গতকাল ১৮আগস্টরাতে ঢাকায় এসে পৌঁছেছেন স্মিথয়ের দল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক, দেশ ছাড়ার আগে এই সফর নিয়ে আশার কথাই বলে এসেছেন ।বাংলাদেশনিজেদের কন্ডিশনে  খুব ভালো দল,খুবই চ্যালেঞ্জিং হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কন্ডিশনে খেলতে পারাটা আমাদের জন্য খুব একটা সহজ হবে না।  ভারত থেকে আমরা কী শিখেছি তা যদি আমরা দেখাতে পারি তাহলে আরও ভালো।  ছেলেরা ভারত থেকেঅনেক কিছুশিখেছে, সেগুলো আমরা আশা করিকাজে লাগাতে পারব এবং একটা ভাল উত্তেজনা কর সফরই হবে।
অস্ট্রেলিয়া টিমের ডেভিড ওয়ার্নার-উসমান খাজারা বিমানে থাকতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে জানিয়েছেন, তাঁরা আসছেন। অস্ট্রেলিয়া দল যে বাংলাদেশে আসছে, সেটির আমেজ আগ থেকেই।  পাওয়া যাচ্ছিল।গতকালরাত পৌনে ১১টায় বাংলাদেশের এসে পোঁছেনঅস্ট্রেলিয়া ক্রিকেট দল। শেষ হয়েছে দীর্ঘ দিনের অপেক্ষা।
সিরিজটা হওয়ার কথা ছিল সেই ২০১১ সালে কিন্তু হয় নি। নানা কারণে গত ছয় বছরে শুধু পিছিয়েছে এই সিরিজটা। সুখবর এটাই যে,আলোর মুখ দেখছে প্রতীক্ষিত অস্ট্রেলিয়া বাংলাদেশসিরিজ।  সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ এসেছে অস্ট্রেলিয়া

এই অভিনেত্রীসম্পূর্ণ নগ্ন হয়ে কী বার্তা দিলেন?

Image
এষাগুপ্তা, মান্দানা, বাণীজে-রপরএবারকালকিকোয়েচলিন।ইনস্টাগ্রামেএবারনিজেরএকটিন্যুডছবিপোস্টকরেনকালকি।সাদাকালো