Posts

Showing posts from June, 2017

বাড়ির ভিত খুঁড়তে গিয়ে যা বের হল

Image
দাঁতনের মোগলমারিতে ঐতিহাসিক বৌদ্ধবিহারের তথ্য সর্বজনবিদিত৷ পাশের রাজ্য উড়িশা সংলগ্ন দাঁতনের মোগলমারিতে মাটির নিচে ২০০১ সালে পুরনো বৌদ্ধবিহারের অংশ উদ্ধার হয়েছে৷ রাজ্যের পুরাতত্ত্ব বিভাগের উদ্যোগে সেখানে সংরক্ষণশালা তৈরি করে পর্যটন কেন্দ্র তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিদেশিরাও এসে এই স্থান পরিদর্শন করে গিয়েছেন কয়েকবার৷ এবার সেই স্থান থেকে ৫ কিমি দুরে এক ব্যক্তির বাড়ির ভিত খুঁড়তে গিয়ে উদ্ধার হল পুরাতত্ত্ব নিদর্শন৷ এরপরই জমি হাত ছাড়া হওয়ার আতঙ্কে জমির মালিক৷   দাঁতনের ভবানীপুর এলাকাতে দাঁতন টাউন লাইব্রেরীর পাশে রয়েছে স্থানীয় বাসিন্দা অজয় মাইতির বাড়ি৷ সম্প্রতি নিজের পাকা বাড়ি তৈরি করতে উদ্যোগ নিয়েছেন তিনি৷ পুরনো নিজের রায়ত জায়গার ওপরে থাকা মাটির রান্নাঘর ভেঙ্গে সেখানে বসতবাড়ি তৈরীর উদ্যোগ নিয়েছিলেন অজয়বাবু৷ সেই মতো মজুর দিয়ে বাড়ির ভিত খোঁড়া শুরুও হয়েছে৷ গত তিনদিন আগে সেই ভিত খোঁড়ার সময়ে মাটির ফুট চারেক নিচে ইঁটের স্তর দেখা যায়৷ সেই ইঁট

ভাই দাদার হবু স্ত্রী-র গলাতেই মঙ্গলসূত্র পরিয়ে দিল!

Image
বিয়ের পিঁড়িতে বসা দাদার হবু বউকে শেষ মুহূর্তে মঙ্গলসূত্র পরিয়ে দিল ভাই । আর একবার মঙ্গলসূত্র গলায় পরার পর তা খুলতে নারাজ কনেও । অনেকেই হয়ত ভাবছেন কোন সিনেমার দৃশ্য । কিন্তু না , কোনও সিনেমা নয় , বাস্তব এই ঘটনাটি ঘটেছে ভেলোরের তিরুপাত্তুর এলাকায় । কী হয়েছিল সেদিন ? রাজ্য়পলায়াম এলাকার বছর কুড়ির ওই কনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল কুমারের । এই পর্যন্ত সব ঠিকই ছিল । বিয়ের পিঁড়িতে বসে সমস্ত আচার - অনুষ্ঠান করে বিয়ে দিচ্ছিলেন পুরোহিত । বিয়ের শেষ পর্যায়ে এসে পুরোহিত বলেন , কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিতে । কিন্তু কুমার মঙ্গলসূত্র পরানোর আগেই ছুটে এসে অন্য একটি মঙ্গলসূত্র পকেট থেকে বের করে কনের গলায় পরিয়ে দেয় তারই ছোট ভাই ভেলু । ' মেরে ব্রাদার কি দুলহন ' ( ২০১১ ) ছবির একটি দৃশ্য ব্যস আর যায় কোথায় , ধর ধর মার মার রব ওঠে চারিদিকে । ভেলুর পরানো মঙ্গলসূত্র খুলে ফেলার নির্দেশ দেওয়া হয় কনেকে । আর এখানেই গল্পের নাটকীয়তা । ভেলুর মঙ্গলসূত্র খুলবে না বলে সাফ জা