ফলের রস নয়, ডায়বেটিস কমাতে খেতে হবে ফল।।


ফল খেলে কমবে ডায়বেটিসের সম্ভবনা। আবার ফলের রস খেলেই তা বেড়ে যাবে অনেক গুণ। 


আপেল- আপেল শুধু ডায়বেটিস নয়, কোলন ক্যান্সার, অণ্ডকোষের ক্যান্সার, এমনকী ফুসফুসের ক্যান্সার রুখতেও সাহায্য করে। সুস্ত থাকার জন্য প্রতিদিন একটা আপেলঈ যথেষ্ট। আমার কথা না !! চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত।

ন্যাসপাতি- ন্যাসপাতিতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার ও ভিটামিন সি। সোডিয়াম, ফ্যাট ও কোলেস্টেরলের পরিমান খুব কম। যাদের পেট সবসময় নরম থাকে টাডেড় জন্য এই ফল আশীর্বাদ।

আঙুর- আঙুরের মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বিওয়ান, ফ্ল্যাভানয়েডস, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ। মুখের ঘায়ের জন্য উপকারী একটা ফল।

কিসমিস- আঙুরের মতই কিসমিস বাড়াতে পারে এনার্জি, কমাতে পারে অ্যাসিডিটি। এমনকী, সুস্থ যৌনজীবনের জন্য উপকারী কিসমিস। বর্তমান সময়ে এই ফলের বিকল্প চিন্তা না করাই ভালো।

www.talk2bd.blogspot.com

Comments

Popular posts from this blog

শাহরুখ খান কেন ‘ফ্লপ খান’?

কপিল শর্মা শোয়ের স্টার সুনিল গ্রভারের শোওতে!!!

স্তন ক্যান্সার ও সচেতনতা