মডেলের প্লাস্টিক সার্জারি চলাকালীন প্রান গেল







প্রতিদিন দেশের প্রত্যেক প্রান্তে নানাভাবে  জনপ্রিয় হয়ে উঠছে অনেক মডেল।আর সেই জনপ্রিয়তা অর্জনের জন্য তারা গ্রহন করছেন সহজ কিংবা বিপদজনক পন্থা।ঠিক যেমন নিজের  পশ্চাৎদেশ বাড়ানোর তাগিদে কিউবিকের মডেল ক্রিস্টিনা মার্তেলি নিয়েছিলেন প্লাস্টিক সার্জারির সাহায্য।যার প্যাশনই ছিল শরীরের কিছু অংশকে বাড়ানো,এমনটাই জানান ক্রিস্টনা তার  নিজেরই এক ওয়েবসাইটে।

কিন্তু দেখার  বিষয় এই প্যাশনই অবশেষে তার মৃত্যুর কারন হয়ে দাঁড়ালো। নিজের দেহেরই পশ্চাৎদেশ অস্বাভাবিক বাড়ানোর উদ্দেশ্যে প্লাস্টিক  সার্জারি চলাকালীন   মৃত্যু হয়  ক্রিস্টিনার। জানাগিয়েছে, নিজের শরীরের লুক পাল্টানোর জন্য ১৭ বছর বয়স থেকে ১০০ বার প্লাস্টিক সার্জারি করেন তিনি।

খবরে প্রকাশ, নিজের শরীরের লুককে একটা অন্য লেভেলে নিয়ে যেতে চান, যার জন্যে তার শরীরের এই প্লাস্টিক সার্জারি। আর এটায় তার কোনও অনুশোচনা নেই, বলেও জানান এই কিউবিক মডেল। এদিকে, পশ্চাৎদেশ সার্জারির সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ক্রিস্টিনার, এমনটাই জানায় ক্রিস্টিনার সার্জেন্ট।


Comments

Popular posts from this blog

শাহরুখ খান কেন ‘ফ্লপ খান’?

কপিল শর্মা শোয়ের স্টার সুনিল গ্রভারের শোওতে!!!