রূপান্তরকামীর নারী হওয়ার জন্য অস্ত্রোপচার, প্রাণসংশয় !!


ইংরেজি এবং ভূগোলে স্নাতকোত্তর রনি একটি স্কুলে পড়ান। মানবী জানান, রূপান্তরকামী হওয়ার জন্য ওকে বাড়িতে মারধর করা হতো বলে রনি তাঁকে জানান।

পুরুষের শরীরে নারীর অভিব্যক্তি! মেনে নিতে পারেনি পরিবার। তবে বেহালার রনি দাস (নাম পরিবর্তিত) নারী পরিচয়েই বেঁচে থাকতে চান। আর সেই বেঁচে থাকাটাই প্রশ্নচিহ্নের মুখে।

দিল্লির মোরাদাবাদে একটি বেসরকারি নার্সিংহোমে সেক্স রি-অ্যাসাইনমেন্ট সার্জারিকরানোর পর রনি শহরে ফেরেন ৩১ মে। কিন্তু গত শনিবার সন্ধ্যায় যৌনাঙ্গ থেকে প্রবল রক্তক্ষরণ শুরু হওয়ার পর বর্তমানে তিনি মৌলালির একটি নার্সিংহোমে ভর্তি। রূপান্তরকামীদের উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মানবী বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, ‘‘আমরা রনিকে বাঁচানোর চেষ্টা করছি। রবিবার দুই ইউনিট রক্ত দেওয়া হয়েছে। আরও দুই ইউনিট দেওয়া হবে।’’ প্রসঙ্গত, দিল্লিতে রনির অস্ত্রোপচার হয়েছিল ২১ মে।

মানবী বলেন, ‘‘রনি জানিয়েছে, অপারেশনের জন্য ওর থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু ওই ধরনের অপারেশনে - লক্ষ টাকা খরচ হয়। আমার আশঙ্কা, ওর থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কারণ, যিনি অপারেশন করেছিলেন, তিনি এখন ফোন ধরছেন না। রনির কী অপারেশন হয়েছিল, তা এখনই বোঝা সম্ভব নয় বলে এখানকার চিকিৎসকেরা জানিয়েছেন।’’

ইংরেজি এবং ভূগোলে স্নাতকোত্তর রনি একটি স্কুলে পড়ান। মানবী জানান, রূপান্তরকামী হওয়ার জন্য ওকে বাড়িতে মারধর করা হতো বলে রনি তাঁকে জানান। এমনকী, আত্মহত্যার প্ররোচনাও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

মে মাসের মাঝামাঝি মানবীর সঙ্গে দেখা করে রনি জানিয়েছিলেন, দিল্লির এক কলেজের অধ্যক্ষ তাঁর ওই অস্ত্রোপচারের জন্য টাকা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তারপর বাড়িতে না-জানিয়েই দিল্লি চলে যান রনি। মানবীর কথায়, ‘‘পরে রনি জানতে পারে, ওই ব্যক্তি আদতে স্কুলের মালিক। তিনি অস্ত্রোপচারের প্যাকেজের কথা বলে ৫০ হাজার টাকা নিয়েছিলেন।’’ 
রবিবার রনির জন্য রক্ত দিতে নার্সিংহোমে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন রূপান্তরকামী। মানবী বলেন, ‘‘চিকিৎসকেরা বলছেন, রক্তক্ষরণ বন্ধ হলেও ইন্টারনাল হেমারেজ হচ্ছে কি না, তা এখনও পরিষ্কার নয়। যখন রনিকে আনা হয়েছিল, তখন ওর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। ওর বিপদ এখনও কাটেনি।’’


 

Comments

Popular posts from this blog

শাহরুখ খান কেন ‘ফ্লপ খান’?

কপিল শর্মা শোয়ের স্টার সুনিল গ্রভারের শোওতে!!!